কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় চাঁদার টাকা না দেওয়ায় বিসমিল্লাহির ব্রিকফিল্ডের মালিক বীরমুক্তিযোদ্ধা শাহ আলম (৬৪) কে ধারালো অস্ত্র কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
রোবারর বিকেল সাড়ে ৫ টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর বিসমিল্লাহির ব্রিকফিল্ডে তার নিজ অফিসে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার আমতলী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক পটুয়াখালী হাসপাতালে রেফার করেন।
তার মেজ ছেলে সিদ্দিকুর রহমান জানান, স্থানীয় সন্ত্রাসীরা আমার বাবার কাছে চাঁদা দাবি করে আসছিল। আর চাঁদাকৃত টাকা না দেওয়ায় স্থানীয় জহিরুল, সবুজ, খলিল, রুবেল সহ ১৫/২০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
মুক্তিযোদ্ধা শাহ আলম উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৩ নং শান্তিপুর গ্রামের মৃত আলী আলী আকব্বর হাওলাদারের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।