ছডু ও ক‌রোনা

  • 193
    Shares

চাচা কেমন আ‌ছেন?
বাম হা‌তে ঝোলা আর পথ ঠাঁয় করা লাঠ‌ি
ডান হাত ভ‌িক্ষার জন‌্য সাম‌নে বাড়িয়ে কচ্ছপ গ‌তি‌তে এ‌গি‌য়ে এ‌সে আ‌স্তে আ‌স্তে বল‌লো-এই আ‌ছি।

ক‌ি নাম আপনার?
: ছডু।ছোডহাল থেইক্কা সবাই ছডুই কয়।

ভাল নাম ক‌ি ?
:সু‌রেন্দ্র নাথ।

থা‌কেন কই?
:বাজা‌রে।

রোদ বৃষ্ট‌ি ঝ‌ড়েও বাজা‌রে থা‌কেন?।
: হুম। ওই মুরহার ঘর যেহা‌নে, ওইয়ার পা‌শে।

প্রতি‌দিন আপ‌নি ভাত খে‌তে পা‌রেন?
:ওই দুহারে খাই। ধ‌রেন আইজ আম‌নের ঘ‌রে কাইল আরাক জ‌নের ঘ‌রে।

মা‌নে! কয় বেলা ভাত খান?
: এক বেলা।

আর প্রশ্ন কর‌তে পার‌ছিলাম না। ভিতর থে‌কে আমার গলা কেমন যেন শু‌কি‌য়ে আস‌ছিল।

তারপরও, পৃথিবী থমকে দেওয়া ক‌রোনা ভাইরাস সম্প‌র্কে জানতে চাইলাম। এবার কিন্তু চোখ পিটপিট করে ছডু হাস‌লেন। মু‌খে মৃদু হা‌সির আভা ‌মে‌খে বল‌লেন, করুনা হেয়া আবার ক‌ি ?

আ‌মি বললাম এটা এক ধ‌রনের ভাইরাস জ‌নিত রোগ।
: করুনা মরুনা চি‌নিনা। গু‌টি বসন্ত হই‌ছিল একবার। অ‌নেক মানু মর‌ছিল হেয়া হুন‌ছি।

আমা‌দের অঞ্চ‌লে কোন রোগ আস‌ছে ক‌িনা জান‌তে চাই‌লে ছডু ব‌লেন, হু‌নি বো‌লে ঢাকা চিটাগাং, নারায়নগঞ্জ এক‌ছের মানু ম‌রে।

ভূ‌মিহীন, দৃষ্ট‌িহীন এরকম হাজারও ছডু হয়‌তো আস‌লেই জা‌নেন না ক‌রোনা কি? বৃদ্ধ বয়‌সে ঔষধ ক্রয়, খাবার সংগ্রহ-এসব কার‌নে পৃ‌থিবী‌কে আক‌ড়ে ধর‌তে ছডু‌দের হাত পাত‌তে হয়। হাত পাত‌তে হয় সে বেঁচে আ‌ছে ব‌লে। জামার সব গু‌লো বোতাম খোলা তার। পা‌খির বাসার মত চুল। মুখ ভরা দা‌ঁড়ি-গোঁফে।পর‌ণ‌ে কোন রকম ছ‌েঁড়া কাপড়। খালি পা।

ছডুর বা‌ড়ি বানারীপাড়া উপ‌জেলার বাইশারী ইউ‌নিয়‌নের ০৭ নম্বর ওয়া‌র্ডে। বয়‌সের দ‌িক দ‌ি‌য়ে সে প্রায় শতবর্ষী। প‌রিবা‌রে আর কেউ নেই। চো‌খে না দেখ‌লেও বাইশারী বাজা‌র ও এর আ‌শে পাশের রাস্তায় ভিক্ষা কর‌তে কর‌তে সব গলিপথ মুখস্ত।

রাত পোহা‌লে ভিক্ষা। আর রাত হ‌লে বাজা‌রের উন্মুল কুকুরগুলো ‌নিত‌্যসঙ্গী। এই তার জীবন।

লেখাটি পাঠিয়েছেন : রাজু লস্কর, গণমাধ‌্যমকর্মী


  • 193
    Shares

[প্রিয় পাঠক, আপনিও (www.barisaltribune.com) বরিশালট্রিবিউনের অংশ হয়ে উঠুন। আপনার এলাকার যে কোন  সংবাদ, লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন[email protected]এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]