ছেলে মেহেদী হাসান রাব্বির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন করেছেন মা রুপিয়া বেগম। মঙ্গলবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে তিনি এ মানববন্ধন করেন।
মানববন্ধনে রুপিয়া বেগম বলেন, আমার বাড়ি সুনামগঞ্জে। গত ২৩ জুলাই ২০১৯ তারিখ অনুমান বিকাল ৬ টায়। একই গ্রামের আতিকুর রহমান সোহাগ, মুক্তার আলি, তাজিম হোসাইন, অপু মিয়া, লিয়াকত আলী, আমির আলী, সহ তার আত্মীয়-স্বজনরা আমার ছেলে মেহেদি হাসান রাব্বি কে মারপিট করে হত্যা করে।
তিনি আরো বলেন, তাদের নামে মামলা করলে তারা হাইকোর্ট থেকে জামিন নেয়। তারা জামিন নিয়ে আসার পর প্রতিনিয়ত আমাকে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে। এমনকি যারা সাক্ষী দিতে চেয়েছে তাদেরকেও হত্যা করার হুমকি দিয়ে আসছে।
এসময় তিনি অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন
মানববন্ধনে রুপিয়া বেগমসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।