ত্রিশাল প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ৫০০’শ গাছের চারা ৫০০’শ মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার ২৫ শে নভেম্বর পৌরসভার ৬ নং ওয়ার্ড নওধারে পৌর এলাকার বিভিন্ন স্কুল, মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থী ও সাধারণ জনতার মাঝে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ফলজ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
ত্রিশাল অনলাইন প্রেসক্লাব সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস.এম জামাল উদ্দিন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)তরিকুল ইসলাম, ময়মনসিংহ বন বিভাগের ত্রিশাল এস এফ পি সির ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ আব্দুল কদ্দুছ।
সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষাবিদ আনোয়ার সাদত জাহাঙ্গীর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান( রনি),প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফাহাদ বিন সাঈদ,সাংবাদিক হারুন-অর-রশিদ,ঠিকাদার গোলাম মোস্তফা মঙ্গল,ত্রিশাল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহীন আলম, দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ত্রিশাল অনলাইন প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।