রাজশাহী : র্যাব-৫ নাটোর জেলার সিংড়া থানার আয়েশ বাজারে অভিযান করে সোহেল রানা (৩১) নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আজ দুপুরে ওই যুবককে আটক করা হয়।
সে নাটোরের সিংড়া উপজেলার -ঠেংগাপাকুরিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র। অভিযানে র্যাব লোহার তৈরী একটি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি, মোবাইল ফোন, সিম কার্ড, মেমোরী কার্ড জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানায়।
সামাউন আলী/সিংড়া/নাটোর