- 39Shares
জিহাদুল ইসলাম, নড়াইল : নড়াইলের নড়াগাতীতে ওয়ারেন্টভুক্ত ১৯ আসামীকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।
১৩ ডিসেম্বর (বুধবার) অভিযানে থানার বিভিন্ন এলাকা থেকে এ আসামীদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে পহরডাঙ্গা ইউনিয়নের চরমধুপুর গ্রামের হাচিব শিকদার (২৩), আমিনুল শিকদার (৩৫), মুসা শিকদার, দেলোয়ার শিকদার (৪২), মনির শিকদার (৪৫), লুথু শিকতার, ঝুনু শিকদার, হাসমত শিকদার (৫৫) এবং খাশিয়াল ইউনিয়নের ছলেমান শিকদার (৫৫), রিজিয়া বেগম (৪৫), লিতা বেগম (২৭), হাফিজা বেগম (৪৮), হাদিয়া বেগম (২২), রিক্তা বেগম, হাচিনা, লামিয়া এবং ওই ইউনিয়নের মুলখানা গ্রামের আনো বেগম (৪৫), এছাড়া কিবরিয়া কাজী, ও বাঐসোনা ইউনিয়নের মলিনা খাতুন (২৫)কে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ওসি নড়াগাতী মোসাঃ রোখসানা খাতুন বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
- 39Shares