বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের দোয়ারিকা সেতুর ঢালে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক নবজাতক নিহত হয়েছে। এ সময় কমপক্ষে আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন ইসলাম। তিনি বলেন, যাত্রীবাহী বাসটি বরিশালের দিকে যাচ্ছিল। আর অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে আসতেছিল। এ ঘটনায় বাস, অ্যাম্বুলেন্স চালকসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।