বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক আক্কাস হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আজ সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাতির সূর্য সন্তান আক্কাস হোসেনকে দেখতে যান মেয়র।
এসময়ে তিনি আক্কাস হোসেনের স্বজন ও চিকিৎসকদের সাথে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
মেয়রের সাথে ছিলেন-বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হােসেন।
সাদিক আব্দুল্লাহ মেডিকেলের পরিচালকসহ দায়িত্বরত চিকিৎসকদের আক্কাস হোসেনের সুচিকিৎসার ব্যাবস্থা করার নির্দেশ করেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য এই মুক্তিযোদ্ধাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।