ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এককেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলার তারাকান্দা এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে ডিবির এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ সোমবার সন্ধ্যায় তারাকান্দায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় তারাকান্দার রংয়ের কান্দা থেকে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তারা হলো, রংয়েরকান্দার মজুর উদ্দিনের ছেলে শুকন মিয়া ওরফে খোকন ও ব্রাহ্মনবাড়ীয়াদ্বয়ার আখাউড়ার নুরপুর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে জোবায়ের হোসেন ওরফে রুবেল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে তারাকান্দা থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।