ঝালকাঠির রাজাপুর উপজেলায় গাছ থেকে পরে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। মাহাবুব হোসেন ফরাজী (৫০) নামের ঐ শ্রমিক বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকেলে উপজেলার সাকরাইল এলাকায় গাছের ডাল কাটার সময় এ ঘটনা ঘটে।
এ বিষয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সাকরাইল এলাকার এ্যাড. আব্দুল আলিম এর মেহগনি গাছ ক্রয় করে মাহাবুব ফরাজী গাছের উপরে উঠে ডালপালা কাটতে ছিলো। হঠাৎ পা পিছলে গাছের নিচে পরে যায়। স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসনা করেন।
মাহাবুব হোসেন ফরাজী উপজেলার চর কেওতা গ্রামের মৃত. আঃ জলিল এর ছেলে ও ৫ সন্তানের জনক।
রাজাপুর থানার এসআই শাহজাদা জানান, মাহাবুব ফরাজীর মৃত্যুর বিষয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে কাহারও কোন সন্দেহ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।